দেশের সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না: র্যাব ডিজি
দেশের সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহা-পরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিমিয় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব সুন্দর করে পালন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।
নাশকতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন— মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রমুখ।
কেএম/আরএ/