নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ।
সচিবালয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এ ব্যাপারে ঢাকাশ নিযুক্ত নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে এবিষয়ে বৈঠক হয়।
বৈঠকের বিষয়টি প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেছেন।
প্রতিমন্ত্রী লিখেছেন, আলোচনায় নেপাল ও বাংলাদেশের চমৎকার বন্ধুত্বের প্রসঙ্গ উঠে এলো। সেই সঙ্গে নেপাল-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ এবং সাশ্রয়ী মুল্যে পরিবেশবান্ধব জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলাপ হলো।
প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে, সেইসাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতার মাইলফলক হয়ে থাকবে এই প্রকল্প।
আরইউ/এমএমএ/