শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘শিক্ষা অবকাঠামো নির্মাণে সরকারের অভাবনীয় সাফল্য’

শিক্ষাবান্ধব উন্নত পরিবেশে পাঠদানের লক্ষ্যে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পুনর্নির্মাণ, মেরামত ও সংস্কারের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালে একটি ইঞ্জিনিয়ারিং সেল গঠন করা হয়, যা পরবর্তীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নামে নামকরণ করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, সংস্কার, মেরামত ও আসবাবপত্র সরবরাহ করে থাকে। এ ছাড়া, এ অধিদপ্তর নতুন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সার্ভে ইনস্টিটিউট স্থাপনসহ বিভিন্ন দপ্তর/সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজও করে থাকে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত স্থাপনাসমূহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আঞ্চলিক কার্যালয়সমূহ, টেক্সটা বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটে অন্যতম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ এবং এসডিজি এর অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী টেকসই, আধুনিক, পরিবেশ-বান্ধব ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ করে চলেছে যাতে শিক্ষার্থীরা একটি উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করে প্রতিযোগিতা-পূর্ণ বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে বিজ্ঞানমনস্ক ও মানবিক মূল্যবোধসম্পন্ন উপযুক্ত মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। বিগত এক যুগের অধিক সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

এ সময়ের মধ্যে শিক্ষাবান্ধব উন্নত পরিবেশে পাঠদানের লক্ষ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২৯টি প্রকল্পের মাধ্যমে ৭৮ হাজার ৩৬১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৮ হাজার ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ করেছে যেখানে ১ লক্ষ ৮ হাজার ৭০৯টি শ্রেণীকক্ষে ৫৪ লক্ষ ৩৫ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে দেশব্যাপী গুণগত শিক্ষার প্রসার ঘটছে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে।

বর্তমান সরকারের ১৩ বছরে ১৫ হাজার ১৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ২ শত ৩০ কোটি টাকার মেরামত ও সংস্কার কাজ এবং ৪ হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪৮ কোটি টাকার আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত ভবনসমূহে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াস ব্লক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প ও সহায়ক ওয়াসরুম রয়েছে। ভূ-প্রকৃতি বিবেচনায় যেমন- হাওড়, বিল এবং বন্যাপ্রবন/ কোষ্টাল ও দুর্গম এলাকায় আশ্রয়কেন্দ্র কাম শ্রেণিকক্ষ, পাহাড়ি এলাকায় ভূমিধস প্রতিরোধ উপযোগী ভবন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা সহনীয় পরিবেশ উপযোগী করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এ সব শিক্ষা অবকাঠামোসমূহে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহ এবং নিরাপত্তার জন্য এ সময়ের আলোচিত বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। এ ছাড়া, ভবনসমূহে প্রশস্ত সিঁড়ি, বারান্দা ও পর্যাপ্ত আলো-বাতাস প্রবাহ নিশ্চিত করার জন্য গুলগুলি রাখা হয়েছে। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সব দরপত্র ই-জিপির মাধ্যমে সম্পাদিত হয়। এর ফলে ক্রয় কার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, দরপত্র কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক ঠিকাদারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৭ হাজার ৫৫৬ কোটি টাকা ব্যয়ে ৯১৬টি স্কুল, ৮১টি কলেজ এবং ১০০টি মাদ্রাসায় ভবন নির্মাণসহ ৩ হাজার ৮৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কাজ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় মিত এ সব ভবনসমূহের মধ্যে নির্বাচিত ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০টি ভবন (৪২টি স্কুল, ২১টি কলেজ, ২৬টি মাদ্রাসা এবং টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) এবং ৩টি ছাত্রী হোস্টেল (প্রতিটি ১৩২ শয্যা), ২টি ছাত্র হোস্টেল নির্মিত হয়েছে।

এসএম/আরএ/

Header Ad

বিদেশ যেতে বাধা সুবর্ণা মুস্তাফার, বিমানবন্দর থেকে ফেরত

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর ) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। কিন্তু তাকে যেতে দেয়নি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন। সুবর্ণা মুস্তা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য।

Header Ad

ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান ঢাকায় আসছেন। জুলাই-আগাস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি।

আয়োজকদের পক্ষথেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কনসার্ট থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।

শুক্রবার বিকেলে ৪টায় (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই।’

এই কনসার্টের জন্য এরই মধ্যে রাহাত রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে চুক্তিও সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

পাকিস্তানের এই শিল্পী ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‌্যাপার সেজান এবং হান্নান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

Header Ad

বিএসএমএমইউতে আসাদুজ্জামান নূরের ওপর আহত শিক্ষার্থীদের হামলা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হামলার শিকার হয়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তার ওপর হামলা করেন জুলাই-আগস্ট আন্দোলনের আহত শিক্ষার্থীরা।

শনিবার (৩০/১১/২০২৪) দুপুরে দুপুরে নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে আন্দোলনে আহত কয়েকজন ছাত্র তার ওপর হামলা চালান

ভুক্তভোগী বুলবুল আহমেদ বলেন, ঘটনার পর শিক্ষার্থীদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সেটটি নিয়ে নেন পরিচালক।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক এই সংস্কৃতি মন্ত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৪ সালের ১৩ জানুয়ারি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিদেশ যেতে বাধা সুবর্ণা মুস্তাফার, বিমানবন্দর থেকে ফেরত
ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান
বিএসএমএমইউতে আসাদুজ্জামান নূরের ওপর আহত শিক্ষার্থীদের হামলা
সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে: জড়িপ
এক মাস পর আবারও উৎপাদনে ফিরলো মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নামে মামলা
লোডশেডিংয়ে ২০ মিনিট বন্ধ ছিল আতিফ আসলামের কনসার্ট
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা
বাংলাদেশী রোগীর চিকিৎসা বন্ধ করলো কলকাতা
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব
‘সাইফুলকে ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোষররাই হত্যা করেছে’
শাহজালাল বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক
সিরিজ রক্ষার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে একজন নিহত
ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, খেতে দেওয়া হচ্ছে নিরামিষ
আওয়ামী লীগ শাসনামলে বছরে পাচার হয়েছে ১৪ বিলিয়ন ডলার