বাংলাদেশ-নেপাল যৌথ অভিযান উপলক্ষে সংবাদ সম্মেলন শুক্রবার
হিমালয়ের দোগারি হিমাল নামক ২১,৪৪৩ ফুট উঁচু অবিজিত এক শিখরে বাংলাদেশ-নেপাল সম্মিলিত অভিযান উপলক্ষে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা-প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-নেপাল কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করার জন্য দুই দেশের আট পর্বতারোহী এই অভিযানে অংশ নেবেন।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, ও ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান; এবং লেখক ও শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অভিযানের স্পনসর ইস্পাহানি টি লিমিটেডের জেনেরাল ম্যানেজার টি-মার্কেটিং ওমর হান্নান; এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ দলের নেতাকে জাতীয় পতাকা প্রদান করবেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক সংবাদ সম্মেলন পরিচালনা করবেন।
চার সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন এম এ মুহিত। তিনি দুবার এভারেস্ট আরোহণ করেছেন। অপর তিন সদস্যের মধ্যে বাহলুল মজনু ও ইকরামুল হাসান একটি ৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহণ করেছেন; এবং রিয়াসাদ সানভী ভারতে পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করে নেপালে পর্বত আরোহণে অংশ নিয়েছেন। চার সদস্যের নেপাল দলের নেতৃত্বে থাকবেন বিখ্যাত পর্বতারোহী ও গাইড মিংমা গ্যালজে শেরপা।
বাংলাদেশের পর্বতারোহী দলের তিন সদস্য ৩ অক্টোবর ২০২২ নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চতুর্র্থ সদস্য, ইকরামুল হাসান ‘গ্রেট হিমালয়ান ট্রেইলে’ তার চলমান অভিযান ছেড়ে কাঠমান্ডুতে এই দলে যোগ দেবেন। আশা করা যায়, দুই দেশের সম্মিলিত অভিযান ২৮ দিনে দোগারি হিমাল শিখর জয় করবে। এ অভিযানটি যৌথভাবে পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব ও ইমাজিন নেপাল এবং স্পনসর করেছে ইস্পাহানি টি লি.; স্কয়ার টয়লেট্রিজ লি. ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি.।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২৫ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা বিমান টিকেট দিয়েছে।
এমএমএ/