জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত ডি-৮ সদস্য দেশগুলো: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ডি-৮ সদস্য দেশগুলো। এজন্য জোটের জ্বালানিমন্ত্রীদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া অংশ নেন তিনটি দেমের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দুটি দেশের প্রতিনিধিরা সরাসরি অংশ নেন।
জ্বালানিমন্ত্রীদের বৈঠকের তারিখ এখনও ঠিক হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোটের সচিবালয় এটি ঠিক করবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান থেকে আমদানির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। আমরা সেগুলো মেনে চলি। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য ক্ষেত্রে সদস্য দেশগুলো সম্মত হয়েছে যে, আগামী অক্টোবর থেকে পিটিএ পূর্ণ বাস্তবায়ন করা হবে।
সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে হওয়া বাণিজ্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ বছরে আটটি দেশের আন্তঃবাণিজ্যে ১৪০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। দেশগুলোর মধ্যে বাণিজ্য প্রতিবন্ধকতা এড়াতে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।
আরইউ/