৩২ দিনের ডিজেল ও ৯ দিনের অকটেন মজুদ আছে: বিপিসি চেয়ারম্যান
দেশে ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুত আছে জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বলছে, ৬ মাসের তেলের অর্ডার (আমদানির আদেশ) করা আছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুতের বিষয়ে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ এতথ্য জানান।
বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ টন ডিজেল দেশে মজুত রয়েছে। অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ টন। দেশে ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল মজুত আছে।
আরও ৩০ হাজার টন ডিজেল আগামী ৩০ জুলাই দেশে আসবে জানিয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলেও তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেওয়া আছে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীর অনেক ফিলিং স্টেশন মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার এবং গাড়িতে সর্বোচ্চ তিন হাজার টাকার ডিজেল বা অকটেন দিচ্ছে। এমন একটা নোটিশও বেশ কিছু ফিলিং স্টেশনে দেখা গেছে। যদিও বিপিসি বলছে দেশে তেলের সংকট নেই।
আরইউ/