পিটিএ ইন্ট্রা-ডি-8 বাণিজ্যের জন্য বিশাল সুযোগ তৈরি করবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ২০২২ সালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পূর্ণরূপে চালু হতে চলেছে যা ইন্ট্রা-ডি-8 বাণিজ্যের জন্য বিশাল সুযোগ তৈরি করবে। বুধবার (২৭ জুলাই) ঢাকায় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ডি-৮ দেশগুলো জনসংখ্যার প্রায় ১৩ ভাগ বাস করে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জিডিপির প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। আমরা এই বিশাল বাজার এবং এটি আমাদের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা উপেক্ষা করতে পারি না। এখন সময় এসেছে বাণিজ্য ও বিনিয়োগে আরও গভীরভাবে মনোনিবেশ করার।
ডি-৮ সদস্যদের মধ্যে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে একটি জায়গার প্রস্তাব দিয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সদস্যদের অনুরোধ করব তাদের ব্যবসায়িক চেম্বারকে এই সুযোগটি কাজে লাগাতে উৎসাহিত করুন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ বছরে আমাদের আন্তঃবাণিজ্য ১৩ বিলিয়ন থেকে ১২৯ বিলিয়ন ডলারে বেড়েছে। আমি আশা করি আগামী ১০ বছরে এটি ১০গুণ বেড়ে ১৩ ট্রিলিয়ন ডলার হওয়া উচিত।
আরইউ/