‘জয় বাংলার জয়োৎসব’ শুরু
রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পাঁচদিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ জয়োৎসব শুরু হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার ওপর নির্মিত তথ্য ও প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' দিয়ে শুরু হয় এ উৎসব।
একই সময়ে জাতীয় গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবসও পালন করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে মঙ্গলবার (২৯ মার্চ)। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির প্রথম চারদিনের অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে হবে। পঞ্চম দিনের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে হাতিরঝিলে।
শুক্রবার প্রথম দিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সম্প্রতি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদযাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’।
এমএ/আরএ/