বাংলাদেশসহ রাশিয়ার সহযোগীদের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র: রুশ রাষ্ট্রদূত
ওয়াশিংটন শুধু রাশিয়া নয়, বাংলাদেশসহ তার সহযোগীদেরও হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মানতিৎস্কি।
ইউক্রেনে সামরিক অভিযানের এক মাস পূর্তিতে ঢাকার রাশিয়া দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মানতিৎস্কি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
এজন্য মস্কো ও ঢাকা উপায় উদ্ভাবনের জন্য ক্রমাগত যোগাযোগ করছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে ঢাকার উদ্বেগ আছে। আমি আশ্বস্ত করছি স্টেশনটির নির্মাণকাজ দুই পক্ষের মত নিয়ে সময়সূচি অনুসারে এগিয়ে চলেছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- গম ও জ্বালানির দাম বৃদ্ধি। আমাকে স্পষ্টভাবে বলতে দিন, রাশিয়া সরবরাহের ক্ষেত্রে তার বাধ্যবাধকতা পূরণ করে। এ দেশে মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধিক চাহিদা, ফাটকাবাজ ও কিছু মিডিয়া, যারা জনগণের মধ্যে আতঙ্কের বীজ বপন করে। বাংলাদেশ চাইলে গম ও জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া।
আলেক্সান্ডার ভি মানতিৎস্কি বলেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর চেষ্টা করছি। অথচ পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। ন্যাটো সব সময়ই রাশিয়াবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনে নাজিদের উপস্থিতি বরদাশত করা হবে না জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, তারা আবাসিক এলাকায় কামান, ট্যাংকসহ নানা সামরিক সরঞ্জাম জড়ো করে। আমরা তখন তাতে হামলা করলে আবাসিক এলাকায় হামলা করেছি বলে প্রোপাগাণ্ডা চালায়। এমন প্রচুর উদাহরণ আছে।
সংবাদ সম্মেলনে ড্রোন থেকে ধারণকৃত বেশ কিছু ফুটেজ দেখানো হয়, যাতে আবাসিক এলাকায় ইউক্রেনীয় সেনা উপস্থিতি ও ভবনগুলোর ছাদে অ্যান্টি ট্যাংক মিসাইল স্থাপনা দেখা যায়।
আরইউ/এসএন
Attachments area