দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। একইদিন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতায়ন এখন ৯৯ দশমিক ৮৫ ভাগ। এটাকে শতভাগই বলা যায়। সারাদেশে আমাদের গ্রাহক সংখ্যা সাড়ে তিন কোটি।
এ সময় বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, দুর্গম এলাকায় আমরা বিদ্যুৎ দিতে পেরেছি। এটা অনেক বড় বিষয়। সন্দ্বীপ, রাঙ্গাবালী, নিঝুম দ্বীপ, চরসোনারামপুরসহ প্রায় বেশিরভাগ চর এলাকায়ও আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।
পায়রা বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে নির্মাণকারী প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এএম খোরশেদুল আলম বলেন, এটা সম্ভবত বিশ্বে সবচাইতে কম সময়ে স্থাপন করা বিদ্যুৎকেন্দ্র। স্বাধীনতার মাসে এটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
এফইআরবিয়ের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিইও খোরশেদুল আলম প্রমুখ।
আরইউ/আরএ/