মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতিতে প্রবেশ করছি: বিল গেটস
মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠাতা ও কোটিপতি বিল গেটস বলেছেন, ‘আমরা মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতিতে প্রবেশ করছি।’
মহামারি নিয়ে তিনি টুইটারে পরপর বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক টুইটে তিনি এ কথা বলেন। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ কারণে তিনি ছুটির দিনের পরিকল্পনাগুলো বাতিল করেছেন। বিল গেটস তার টুইটে করোনার অমিক্রন ধরনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন। বিশেষ করে অমিক্রনের পুনঃসংক্রমণের হারের ব্যাপারে সতর্ক করেন তিনি।
বিল গেটস টুইটে উল্লেখ করেন, ‘করোনার অমিক্রন ধরন সম্পর্কে মানুষের সামান্যই জানাশোনা রয়েছে। ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের অন্যান্য দেশে ছড়াবে।’
মাইক্রোসফটের এ সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, অমিক্রন মানুষকে কতটা অসুস্থ করে তোলে, সেটা অজানা বিষয়। যদি অমিক্রনের কারণে অসুস্থতার মাত্রা ডেলটার অর্ধেক পরিমাণও গুরুতর হয়, তবে তা হবে এখন পর্যন্ত দেখা করোনার সবচেয়ে খারাপ ঢেউ।
যুক্তরাষ্ট্রে অমিক্রনের দাপট বেড়েই চলেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে অমিক্রনের সংক্রমণ ৩ থেকে বেড়ে ৭৩ শতাংশ হয়েছে। ঠিক এ সময়ই বিল গেটসের কাছ থেকে এমন সতর্কবার্তা এল।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে করোনা রোগীদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই অমিক্রনে আক্রান্ত হয়েছে।
বর্তমান সময়ে করোনা সংক্রান্ত সতর্কতা অনুসরণ করা কতটা জরুরি, তার ওপর গুরুত্বারোপ করেন বিল গেটস। মাস্ক পরা, বাইরে বড় জমায়েত এড়িয়ে যাওয়া ও টিকা নেওয়ার ওপর জোর দেন তিনি।
বিল গেটস একটি ইতিবাচক মন্তব্য দিয়ে তার সচেতনতামূলক টুইট শেষ করেছেন। তিনি বলেন, ‘একদিন মহামারি শেষ হবে। আমরা যত ভালোভাবে একে অপরের প্রতি যত্নশীল হব, তত তাড়াতাড়ি সেই সময় আসবে।’
এসএন