জাতীয় চলচ্চিত্র পুরস্কার: এবার বেলাল খানের থানায় জিডি
ঘোষিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’র বিজয়ীর নাম। যেখানে ‘হৃদয়জুড়ে’ ছবির ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানের জন্য সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বেলাল খান। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন এমএ রহমান নামের এক নবীন সংগীত পরিচালক। তবে, এবার থানার দ্বারস্থ হলেন সংগীতশিল্পী বেলাল খান। এমএ রহমানের আচরণ অসম্মানজনক ও হুমকিস্বরুপ বলে উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন তিনি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন বেলাল খান। বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জিডিতে অভিযোগ করা হয়, বিবাদি মোহাম্মদ আশিকুর রহমান (এমএ রহমান) আমার নির্দেশনায় শুধু একজন মিউজিসিয়ান হিসেবে কাজ করেছেন। যেমনিভাবে অন্য মিউজিসিয়ানরাও করেন। অথচ তিনি নিজেকে উক্ত গানের সংগীত পরিচালক দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন। যা সাংবাদিকসহ সুধীজনদের ট্যাগ করেন। যাতে উক্ত গানের প্রকৃত সুরকার, সংগীতপরিচালক ও গায়ক হিসেবে আমার জন্য সত্যিই অসম্মানজনক ও দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন, ‘হৃদয়জুড়ে’ ছবির পরিচালক রফিক সিকদার ফেসবুকেও জানিয়েছেন, তিনি এমএ রহমান নামের কাউকে ‘বিশ্বাস যদি যায়রে’ গানের কাজ দেননি ও চেনেন না।
বেলাল খান বলেন, ‘শুধু অন্যকে ছোট করতে তিনি (এমএ রহমান) এ কাজটি করছেন। যারা সংগীতে কাজ করেন, তারা ভালো করেই জানেন কীভাবে গান সম্পন্ন হয়। গানটিতে বাবু ও মীর মাসুদ ভাইয়ের মতো এমএ রহমানও একজন অ্যারেঞ্জার হিসেবে যুক্ত ছিলেন। কেউ যদি একটা স্ট্রিং বাজান আর দাবি করেন, তিনি সংগীত পরিচালক- তাহলে তো হবে না। এটা হাস্যকর।’
বেলাল খান আরও বলেন, ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানটি প্রকাশিত হয়েছে আড়াই বছর আগে। এত পরে কেন তিনি (এমএ রহমান) প্রতিবাদ করছেন? কারণটা কিন্তু জাতীয় পুরস্কার। হয়তো বিতর্ক সৃষ্টি করে এই পুরস্কারটা বাতিল করতে পারেন, কিন্তু আমি পিছুপা হবো না।’
অন্যদিকে, এমএ রহমানের দাবি গানটির প্রকৃত পরিচালক তিনি নিজে। আর এর জন্য এবার তথ্য সচিব বরাবর আইনি চিঠি পাঠিয়েছেন। যেখানে বেলাল খানের নাম বাদ দিয়ে তার নাম যুক্ত করার দাবি করা হয়েছে।
এমএ রহমান পক্ষে রবিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ‘মোহাম্মদ আশিকুর রহমান ওরফে এমএ রহমান প্রায় ১০ বছর ধরে সফলতার সঙ্গে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত তার সংগীত পরিচালনায় প্রায় দুই শতাধিক গান প্রকাশ পেয়েছে। এমএ রহমানের সঙ্গীত পরিচালনায় বেলাল খানের প্রায় ত্রিশটি গানের কাজের মাধ্যমে ঘনিষ্ঠতা হয়। তারই ধারাবাহিকতায় এমএ রহমান ২০১৯ সালে নভেম্বরে ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে বেলাল খানের গাওয়া ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানটির সংগীত পরিচালনা করেন। কিন্তু গত ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর প্রজ্ঞাপনের ১৩ নম্বর ক্রমিকে বর্ণিত সংগীত পরিচালক হিসেবে তার নামের পরিবর্তে বেলাল খানের নাম প্রকাশ করা হয়েছে। অথচ এই গানটি সম্পূর্ণ এমএ রহমানের সংগীত পরিচালনায় সৃষ্টি হয়েছে, যা সংশোধন হওয়া একান্ত প্রয়োজন।’
আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, ওই গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এমএ রহমান প্রতিবাদ করলে বেলাল খান তাকে মনগড়া (অ্যারেঞ্জার) শব্দের সঙ্গে পরিচিত করান এই বলে যে, ‘সংগীত পরিচালকের আধুনিক অর্থ অ্যারেঞ্জার অর্থাৎ তুমিই তো এই গানের সংগীত পরিচালক।’
তবে বেলাল খান তার অভিযোগগুলো অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
এএম/আরএ/