রাভিনা ট্যান্ডনের বাবা রাভি ট্যান্ডন নেই
ভারতের হিন্দি সিনেমার দীর্ঘকালের অভিজ্ঞ পরিচালক রাভি ট্যান্ডন, বলিউডের একসময়ের সুপারস্টার নায়িকা রাভিনা বাবা চলে গেলেন ৮৭ বছর বয়সে। তিনি শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় মারা গিয়েছেন।
সামান্য কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার ১১ ফেব্রুয়ারি মুম্বাইতে তার বাড়িতে রাত সাড়ে ৩টায় মারা গিয়েছেন-জানিয়েছেন পরিবারটির একজন সদস্য।
গত কয়েক বছর ধরে তিনি ফুসফুসের সুক্ষ্ম অংশগুলো বেড়ে যাবার রোগে ভুগছিলেন।
প্রসিদ্ধ এই পরিচালক বিখ্যাত প্রযোজকও ছিলেন। তিনি অমিতাভ বচ্চনের ‘খুদ-দার (১৯৮২)’ ও ঋষি কাপুর-নীতু কাপুরের ‘খেইল খেইল মে’র মতো সিনেমা পরিচালনার জন্য খুব নাম করেছিলেন।
তিনি বলিউডের অভিনেত্রী রাভিনা ও রাজিভ ট্যান্ডনের বাবা হিসেবেও বিখ্যাত।
অমিতাভ, ঋষি বাদেও আরো কাজ আছে তার পরিচালনায়। সঞ্জীভ কুমারকে নায়ক নিয়ে পরিচালনা ও প্রযোজনা করেছেন উৎকন্ঠানির্ভর ছবি আনহোনি (১৯৭৩ সালে বেরিয়েছে), অমিতাভ বচ্চনের অপরাধ ছবি মজবুর (১৯৭৪ সালের ছবি), জিন্দাগি (মালা সিনহা, সঞ্জীভ কুমার, ভিনোদ মেহরা ও মৌসুমী চ্যাটার্জি-১৯৭৬ সালের ছবি), তার ‘জুটা কাহিন কা’র নায়ক-নায়িকা ঋষি ও নীতু কাপুর (১৯৭৯ সালের ছবি), রাজেশ খান্না, শ্রীদেবী ও স্মিতা পাতিলের ছবি আছে তার পরিচালনা ‘নাজরানা’ (১৯৮৭, রিমেক)। এগুলো তার অত্যন্ত উল্লেখযোগ্য ছবি।
অনেক ভারতীয় হিন্দি ছবির তারকা তাদের শ্রদ্ধা জানিয়েছেন রাভিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন।
অভিনেতা চাঙ্কে পান্ডে, নিলাম কোঠারি, ইউভিকা চৌধুরী, নম্রতা সিরোরকার দু:খ প্রকাশ করেছেন।
পরদিন ১২ ফেব্রুয়ারি বিকেলে তার শেষ শ্রাদ্ধকৃত্য সম্পন্ন হয়েছে। রাভিনা বাবার শেষ যাত্রায় থেকেছেন ও ভাই রাজিভ ট্যান্ডন এবং স্বামী অনিল তাদানির অনুসঙ্গী হয়েছেন।
বিখ্যাত চলচ্চিত্র পারিচালিকা ফারাহ খান ও অভিনেত্রী ঋদ্ধিমা পন্ডিত বলেছেন তারা রাভিনার সঙ্গে দেখা করতে যাবেন।
বাবাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি দিয়েছেন ছোটবেলাসহ নানা সময়ের রাভিনা। তিনি ও বাবা আছেন যেগুলোতে। একটিতে লিখেছেনও, ‘আপনি সবসময় আমার সঙ্গে হেঁটেছেন। আমি সবসময় আপনার থাকব। কখনো আপনাকে পালাতে দেব না। ভালোবাসি আপনাকে পাপা।’
এই ১৪ এপ্রিল রাভিনার বহুভাষিক ছবি ‘কেজিএফ :চ্যাপ্টার ২’ বেরুবে। তিনি ডাবিং শেষ করেছেন। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।
১৯৭০ থেকে ১৯৮০’র দশক-এই ২০টি বছর ভারতীয় চলচ্চিত্র ভুবনে নামকরা ব্যক্তিত্ব হিসেবে বিচরণ করেছেন রাভি ট্যান্ডন। তিনি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে গিয়েছেন।
ওএস।