বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
‘সিনেমার ট্রেইলারটা যদি গ্রহণযোগ্য না হতো তাহলে ফ্রান্সের কান ফেস্টিভ্যালে গ্রহণ করতো না। কাজেই এর কোয়ালিটি নিয়ে আমাদের অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু একথাটাও আপনাদের বিবেচনা করতে হবে, কান ফেস্টিভ্যাল কিন্ত যা তা গ্রহণ করে না, দেখাতে দেয় না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার কিছু পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সম্প্রতি তার ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে এই সিনেমার শুটিং অনেকদিন বন্ধ ছিল। আসলে মূল শুটিং ঢাকাতেই সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে বেশিরভাগ শুটিং বোম্বেতেই হয়েছে। ঢাকাতেও কিছু শুটিং হয়েছে। শুটিং শেষ হওয়ার পর এখন এডিটিং চলছে। ট্রেইলার দেখার পর কিছু প্রশ্ন এসেছে। একটা বিষয় আমি বলতে পারি, সিনেমার ট্রেইলারটা যদি গ্রহণযোগ্য না হতো তাহলে ফ্রান্সের কান ফেস্টিভ্যালে কোনোদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর কোয়ালিটি নিয়ে আমাদের অনেকেই অনেক কথা বলতে পারে। আপনাদের বিবেচনা করতে হবে যে, কান ফেস্টিভ্যাল কিন্ত যা তা গ্রহণ করে না, দেখাতে দেয় না।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে আসলে ৭ই মার্চের ভাষণে জাতির পিতাকে ওভাবে দেখার পর সেটাকে অভিনয় করে দেখালে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়। কিন্তু আসলে এটা নিয়ে যখন সিনেমা হবে তখন কেউ না কেউ তো অভিনয় করতেই হবে। সেভাবে অভিনয়ের চেষ্টা করতে হবে এবং আমি তো মনে করি যতটুকু করেছে চমৎকার করেছে। কারণ ট্রেইলার কানে যাওয়ার আগে আমাকে দেখানো হয়েছে, যেখানে সংশোধন করে ওকে করে দেওয়ার করে দিয়েছি। তার পরেই সেটা ওখানে নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কান ফেস্টিভ্যালে এটা যদি প্রেজেন্টেবল না হতো তবে কি দেখাতো পারতো? যেহেতু এটা একটা সিনেমা তাই এটাকে সিনেমা হিসেবেই দেখতে হবে। যে অভিনয় করেছেন তাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্রটাকে বহন করা, সেই সেন্টিমেন্টকে তৈরি করা কঠিন কাজ। আর সেটা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র হয় তাহলে আরও কঠিন কাজ। তারপরও আমি বলব এখানে যারা অভিনয় করেছে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। এটা এডিটিং চলছে এটা শেষ হলেই আমরা একটা ভালো সময়ে এটা আসবে।’
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এই সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের অংশ হিসেবে ভারতীয় প্যাভিলিয়নে গত ১৯ মে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’-এর ট্রেলার প্রকাশিত হয়।
বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরেফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মী।
এএম/এএস