সচিব দুলাল কৃষ্ণ সাহার এসএন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট’ পরিদর্শন
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্বাহী চেয়ারম্যান ও সচিব দুলাল কৃষ্ণ সাহা এবং মো. নুরুল আমিন, সদস্য (নিবন্ধন ও সনদায়ন) শুক্রবার (১৫ জুলাই) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ‘এসএন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট’ পরিদর্শন করেন।
এ সময়ে তিনি প্রতিটি ল্যাব/ক্লাসরুম ও প্রশিক্ষণার্থীদের আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন।
সচিব বলেন, এনএসডিএ দুটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে; প্রথমত: অকুপেশন ও লেভেলভিত্তিক দক্ষতা উন্নয়ন; দ্বিতীয়ত: জাতীয়ভাবে গ্রহণযোগ্য সনদায়ন ব্যবস্থা চালুকরণ। তাই এই প্রতিষ্ঠানের প্রতি পরামর্শ হলো, এনএসডিএ এর কমপিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী যোগ্য প্রশিক্ষকের মাধ্যমে যথাযথ দক্ষতা প্রশিক্ষণ প্রদান করলেই এ প্রতিষ্ঠান লক্ষ্যে পৌছাতে পারবে। তখন এই প্রশিক্ষিত লোকগুলো যদি সমাজে তাদের স্থান করে নিতে পারে, তাহলেই এই প্রতিষ্ঠান থেকে আলো ছড়াবে।
কারগরি শিক্ষা বা দক্ষতা প্রশিক্ষণের বিষয়ে জনসাধারণের মাঝে যে নেতিবাচক ধারণা রয়েছে তা দূর করা প্রয়োজন। প্রয়োজন দক্ষতা প্রশিক্ষণের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের বুঝাতে সক্ষম হওয়া যে, প্রত্যেকটি মানুষের অন্তত: একটি অকুপেশনে দক্ষতা অর্জন করা জরুরি।
এ সময়ে জনাব মো. নুরুল আমিন, সদস্য (নিবন্ধন ও সনদায়ন) বলেন, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে দক্ষতা প্রশিক্ষণ থাকলে কাজের পিছে আপনাকে ছুটতে হবে না, বরং কাজ আপনাকে খুঁজে নিবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত থাকেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব এসএম ইমাম রাজী টুলু এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
এমএমএ/