এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে, ঈদের পর রুটিন
দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী আগস্ট মাসে এসএসটি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃবোর্ড। রবিবার (৩ জুলাই) আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৯ জুন থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সব শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৭ জুন স্থগিত করা হয় ।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, আমরা পরীক্ষাটি আগস্ট মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। তবে আগস্ট মাসের কবে নাগাদ পরীক্ষা হতে পারে নিশ্চিত করতে পারেননি তিনি। চেয়ারম্যান বলেছেন, সিলেট অঞ্চলের যে অবস্থা, সেখানে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা আয়োজনে উপযুক্ত নয়। সেই কারণে এখনই কোনো তারিখ আমরা বলতে চাই না।
তিনি জানান, কোরবানি ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশগ্রহণ করবে। এবার দেশের ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
চলতি বছর ঢাকা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী তিন লাখ ৯৪ হাজার ৯৯৮ জন। এ ছাড়া রাজশাহীতে এক লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লায় এক লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোরে এক লাখ ৭০ হাজর ৩৭৭ জন, চট্টগ্রামে এক লাখ ৪৯ ৭১০ জন, বরিশালে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেটে এক লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুরে এক লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহে এক লাখ ১২ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। সব মিলে নয় বোর্ডের অধীনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন অংশগ্রহণ করবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নয় হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট ৭১৫টি কেন্দ্রে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন অংশ নেবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ৮১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করবে। দেশের ৮২৮টি পরীক্ষাকেন্দ্রে মোট এক লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে।
দেশের বাইরে আটটি দেশে এই পরীক্ষা আয়োজন করা হবে। এর মধ্যে জেদ্দায় ৭০ জন, রিয়াদে ৪৮ জন, ত্রিপলিতে চারজন, দোহাতে ৬৮ জন, আবুধাবিতে ৫৯ জন, দুবাইয়ে ৩১ জন, বাহরাইনে ৫৩ জন এবং ওমানে ৩৪ জনসহ মোট ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।
এনএইচবি/এমএমএ/