নতুন ডিন পেল জবির দুই অনুষদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও বিজ্ঞান অনুষদে নতুন দুই ডিন নিযুক্ত করা হয়েছে। আগামী ১৬ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য দুজন শিক্ষক এই দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ঢাকাপ্রকাশ’কে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি পৃথক পৃথক অফিস আদেশও প্রকাশিত হয়েছে।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ ১৬ জুন হতে কার্যকর হবে। ড. বিল্লাহ টিভি টকশোতে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বুদ্ধিবৃত্তিকভাবে বাধ্যতামূলক জাতীয় বিতর্কে সক্রিয় থাকেন।
আরও একটি অফিস আদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে পরবর্তী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ ১৬ জুন হতে কার্যকর হবে। তিনি রসায়ন বিভাগের চেয়ারম্যান পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এ যাবতকালীন আমাকে যত দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। নতুন দায়িত্ব পেয়েছি৷ আশা করছি সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব।
দীর্ঘ ১৩ বছর পর আইন অনুষদ ও বিভাগের দ্বিতীয় অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ডিনের দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, আমাদের আইন অনুষদ একটি সম্ভাবনাময় অনুষদ এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ দিয়ে বাইরে অনেকটাই পরিচিত। অনুষদের ভেতরে দু'টি বিভাগের শিক্ষকরা কমিটেড। সব শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমাদের অনুষদকে কিভাবে মেলে ধরা যায় সেভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে যা কাজ করার দরকার সেটাই আমি করব।
আরএ/