সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
আজ ১১ মার্চ, শনিবার-সিলেটের উচ্চতম কৃষি ও এই খাতের গবেষণাধমী বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও মুক্তিযুদ্ধের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এরপর তারা বাংলাদেশের কৃষি শিক্ষার অন্যতম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানটির সিন্ডিকেট সভায় অংশ নিয়েছেন।
সকাল ১১টা থেকে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’র সিন্ডিকেট কমিটির ৪০তম সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
কার্যবিবরণী উপস্থাপন করে সঞ্চালনা করেছেন রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব মো. বদরুল ইসলাম শোয়েব।
‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা’য় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নিয়েছেন-বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. শামসুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল, সিলেটের বিখ্যাত সাংসদ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি-অ্যনিম্যাল ও বায়ো-মেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তির অধ্যাপক ড. এ. এফ. এম. সাইফুল ইসলাম, প্যারাসাইটোলজির অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, শিক্ষা মন্ত্রণালয়ের-অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন এনডিসি, অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ-এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’র অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
তারা সবাই আলোচনার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও স্বার্থসংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও শিক্ষা সম্পর্কিত উন্নয়নে সিন্ডিকেটে আলোচনা করেছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তাদের সবাইকে আপ্যায়ন করেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিন্ডিকেটের দুই সদস্য বাংলাদেশের বরেণ্য কৃষি অধ্যাপক ও মন্ত্রী অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং তার শিক্ষক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডলকে ‘একুশে পদক’ অর্জন করায় আজ বিকাল চারটায় ভেটেরিনারি, অ্যনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করেছে। তারা এজন্য সমিতিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওএস।