সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সমালোচনার মুখে আর এস ফাহিম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

আর এস ফাহিম চৌধুরী দেশে স্টান্ট রাইডার হিসেবে বেশ জনপ্রিয়। তার প্রকৃত নাম কামরুল হাসান চৌধুরী। স্টান্টবাজির পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত তিনি। তরুণদের প্রতি রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তবে এবার সেই জনপ্রিয়তার মাঝেই নতুন করে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

মূলত সমালোচনার জন্ম হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নিজস্ব ভূমিকা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেইজ এবং ইউটিউবে তার নামে বিভিন্ন অভিযোগ তুলছেন। তাদের দাবি আর এস ফাহিম একজনের কাছ থেকে টাকা নিয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

শুধু তাই না, সম্প্রতি একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায় আর এস ফাহিম ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সঙ্গে ফোনালাপে তার বড় ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব শিক্ষার্থীদেরকে কীভাবে বাড়ির ছাদ থেকে গুলি করছে তার বর্ণনা দেন। এ ঘটনাটি নিয়ে ফাহিমকে এসময় হাসাহাসিও করতে শোনা যায়।

তারেকুজ্জামান রাজীবের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

অভিযোগ উঠেছে এই রাজীবের ছত্রছায়ায় আর এস ফাহিম বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। এমনকি তার নিজের গাড়িতে সিটি কর্পোরেশনের লোগো লাগিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটাতেন।

এদিকে ফোনালাপটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। আন্দোলনে নিজের এমন অবস্থানের কারণে প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়ার জন্যেও বলছেন অনেকে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করার জন্য যে অর্থ তিনি পেয়েছেন তা আন্দোলনে নিহত কোনো পরিবারকে দিয়ে দেওয়ার কথা বলছেন কেউ কেউ।

এমন পরিস্থিতিতে আজ বুধবার (২১ আগস্ট) আর এস ফাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেন, আমাকে নিয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। যেখানে বলা হচ্ছে আন্দোলনের সময় আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম না। যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেখানে শুধুমাত্র আমার কথাগুলোই শোনা যাচ্ছে। কিন্তু কলে তো দুজন মানুষের কথোপকথন হয়।

তিনি বলেন, কলের অপর পাশে ছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি। যেহেতু তার কথাগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমার কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেহেতু বলাই যায় আমাকে ফাঁসানো হচ্ছে। ভিডিও বার্তায় এমন কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রতারণা করার সঙ্গে তুলনা করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তার দাবি ভাইরাল হওয়া কল রেকর্ডটিতে তাকে কল্লা (মাথা) কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আর সেখান থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অংশটুকু কেটে নেওয়া হয়েছে।

তৌহিদ আফ্রিদি এবং আর এস ফাহিম। ছবি: সংগৃহীত

আর এস ফাহিমের মতে, তাকে নিয়ে যারা সমালোচনা করছেন, বিভিন্ন অভিযোগ তুলছেন তারা নিজেও আওয়ামী লীগের সমর্থক। তার ভাষ্য, কথা দুজনের মধ্যে হলেও এখন সবাই আমাকে দোষ দিচ্ছে সকলে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তবে কেউ তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বললেই তার কাছে কল আসছে ডেপুটি কমিশনারের কাছ থেকে। এসময় তিনি একটি কল রেকর্ড শোনান যেখানে একজন ব্যক্তিতে ফোনে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাতে নিষেধ করেন। ফাহিম সেই ব্যক্তিকে ডেপুটি কমিশনার নাজমুল বলে পরিচয় প্রকাশ করেছেন।

Header Ad
Header Ad

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

শামিকুল ইসলাম সরকার লিপন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী।

জানা গেছে, রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে শামিকুল ইসলাম সরকারকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতার শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তাকে ঢাকা থেকে পলাশবাড়ী আনা হচ্ছে। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। তাকে নিয়ে আসার জন্য পলাশবাড়ী থানার একটি দল এরমধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে যান শামিকুল ইসলাম সরকারসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Header Ad
Header Ad

মারধর করে গানবাংলা দখলের মামলায় তাপস গ্রেপ্তার

জোরপূর্বক গানবাংলা দখল করে রাখা কৈাশিক হোসেন তাপস ।। ছবি: সংগৃহীত

মারধর করে অস্ত্র ঠেকিয়ে বেসরকারী সংগীত চ্যানেল ‘গানবাংলা’র মালিকানা দখলের অভিযোগে কৈাশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।

আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাপসকে। তার আগে গত ৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ–পরিদর্শক হারুনুর রশীদ এ মামলায় তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৫ নভেম্বর সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে তাপসসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে।

Header Ad
Header Ad

আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির

আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির। ছবি: সংগৃহীত

আগামী ১ জানয়ারি যাদের বয়স ১৮ বছর হবে বা ইতোমধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে কিন্তু তারা ভোটার হননি, তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল।

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন।

সবশেষ গত ২ মার্চ প্রকাশিক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবে।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নতুন কমিশন।

এর আগে গত ২ ডিসেম্বর নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
মারধর করে গানবাংলা দখলের মামলায় তাপস গ্রেপ্তার
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির
কোমরে ব্যাথা, কারাগারে হাই কমোড চাইলেন পলক
কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে 'উদ্যোক্তা মেলা- ২০২৪'
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা ট্রাম্পের
দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু
শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেরা ৭টি খাবার
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তজুড়ে ‘অ্যান্টি ড্রোন ইউনিট’ বসাচ্ছে ভারত
ছাত্র আন্দোলনে অপেশাদারিত্বের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
ই-মেইল বা রেজিস্টার্ড মোবাইল ছাড়াই ফেরত পেতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট
ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার
বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে
বাশারের ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেল ১ লাখ ৩৭ হাজার বন্দী
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
আইরিশদের সামনে ১২৪ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন বাশার আল-আসাদ
১৭ জানুয়ারি মেডিক্যালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু মঙ্গলবার
অবৈধভাবে থাকা বিদেশিদের তালিকায় ভারতীয়দের আধিপত্য, বছরে পাচার বিপুল অর্থ