সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। তিনি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অনুরোধ জানিয়েছি। এছাড়া, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত রেখে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুনভাবে কমিশন পুনর্গঠন করার কথা বলেছি।"

ফখরুল আরও জানান, তারা বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোনো পদে না রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের আইনের আওতায় আনার কথা বলেছি। সেই সঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছি।"

বিএনপির পক্ষ থেকে দেশ থেকে কিছু আমলা ও সাবেক মন্ত্রী-এমপিদের পালিয়ে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, "কীভাবে তারা পালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করার কথাও বলেছি।"

বিএনপির মহাসচিব আরও জানান, প্রশাসন পরিচালনার জন্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন তারা। তিনি বলেন, "যারা পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন, তাদের ক্ষেত্রে ভুৎপেক্ষ পদোন্নতি দেওয়ার কথাও আমরা উল্লেখ করেছি।"

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, নির্বাচনের সুষ্ঠু আয়োজন তাদের এক নম্বর প্রায়োরিটি।

Header Ad

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। কুঁচকির চোটে পড়ে শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক শান্ত। সেদিন হয়েছিলেন ম্যাচসেরাও। কিন্তু ওই ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক।

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

উল্লেখ্য, শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, এই চোটে হয়ত বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টও খেলতে পারবেন না শান্ত।

Header Ad

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক। ছবি: ঢাকাপ্রকাশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর - ৫২।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। কলারোয়ার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

Header Ad

কপ-২৯ সম্মেলন

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

আজারবাইজান সফরের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন। এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় সফর। তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে।

Header Ad

সর্বশেষ সংবাদ

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন শান্ত
বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক
আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প
বিবর্ণ বার্সেলোনাকে হারিয়ে দিল সোসিয়েদাদ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
গাজা-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৯৪
অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়
খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন: সারজিস আলম
বিএনপির পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল
ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন?
ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমনের ঘটনা ঘটেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী
দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য টিম গঠন
দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ
অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ