শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চার ছাত্রের সিট বাতিলের বিপক্ষে, নানা দাবীতে অগ্নিবীণার প্রভোস্টের রুমে তালা

লেখা ও ছবি : আতোয়ার রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ বা প্রভোস্ট অধ্যাপক কল্যাণাংশু নাহার বিপক্ষে নানা অভিযোগ করে আবাসিক ছাত্ররা তার অফিস রুমে তালা লাগিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটেছে ২১ মার্চ সোমবার। রবিবার ২৭ মার্চ বিকেল ৪টায়ও তার রুমটি বন্ধ রয়েছে। সাতটি দিন এই রিপোট লেখা পর্যন্ত প্রভোস্ট স্যার রুমে বসে অফিস করতে পারেননি।

অগ্নিবীণা হলে স্বাধীনতা দিবসের আয়োজন করলেও তিনি তাই তার রুমে বসতে পারেননি। হল সুপারের রুমে বসেই কর্তৃপক্ষ হিসেবে কাজ করেছেন ও অংশ নিয়েছেন অধ্যাপক কল্যাণাংশু নাহা।

তার বিপক্ষে হলের আবসিক ছাত্রদের অভিযোগ, যে চারজন ছাত্রের আসন বাতিল করা হয়েছে, সেগুলো অযৌক্তিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটির অন্যতম সদস্য তিনি, হলের প্রধান হিসেবে তদন্তে অন্যতম প্রধান ভূমিকা রাখতে হয়েছে।

২০ মার্চ তার হলেই সঙ্গীত বিভাগের ছাত্র সাগরচন্দ্র দে’কে র‌্যাগিংয়ের মাধ্যমে গুরুতর আহত করা হয়েছে। এই ঘটনায় চারুকলার সৌমিক জাহানকে সাময়িক বহিস্কার ও তার অভিভাবকদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিস্কারের বিপক্ষে কারণ জানানোর নিদেশ দেওয়া হয়েছে। তাকে সাগরের চিকিৎসার খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাগরকে তাদের মারার ঘটনাস্থল ২০৪ নম্বর রুমের চার আবাসিক ছাত্র লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যার রাজু মিয়া, অর্থনীতির নাজমুল হুদা দেওয়ানী ও চারুকলার আফজাল হোসাইন শান্ত ও খন্দকার রিফাদুল হাসানের সিটগুলো বাতিল করে দেওয়া হয়েছে। দুঃখজনক ঘটনাটির তদন্ত কমিটির সভাপতি তিনি। হলের ছাত্রদের একটি অংশ তার বিপক্ষে তদন্তের প্রতিবেদনে ঘটনাটি যথাথ প্রতিফলন না ঘটনার অভিযোগ এনেছে ও আন্দোলনে নেমেছে। সেটির অংশ হিসেবে তার রুমে তালা দিয়েছে। তার বিপক্ষে হল প্রশাসনের প্রধানের দায়িত্ব পালনের অনীহার অভিযোগ আছে বরাবর আবাসিক ছাত্রদের। তারা অনেক সমস্যার সমাধানে তিনি উদ্যোগী নন বলে জানিয়েছেন।

তানজীম হাসান বলেছেন, ‘প্রাধ্যক্ষ হিসেবে স্যারের নিয়োগপত্রে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৪ ঘন্টা থাকার কথা আছে। তবে তিনি ময়মনসিংহ শহরে বাসা ভাড়া করে থাকেন। কিছুদিন ধরে স্যার বিশ্ববিদ্যালয়ে থাকছেন। আমাদের ডাইনিংয়ের খাবারের মান ভালো নয়। তিনি কোনো পদক্ষেপ নেন না। প্রায়ই পানি থাকে না বাথরুমে। দুর্গন্ধে যাওয়া যায় না। রান্নার গ্যাসের সংকট প্রকট হচ্ছে। তার হল প্রশাসনের কোনো উদ্যোগ নেই।’

কল্যাণাংশু নাহা উত্তরে বলেছেন, ‘আবাসিক ছাত্ররা কটি দাবী নিয়ে আমার হলের অফিসে তালা দিয়েছে। যদিও তাদের কাছ থেকে কোনো দাবী আমি পাইনি। নিজে খোঁজ নিয়ে জেনেছি, ১২ মার্চ এই হলের সাগরকে র‌্যাগিংয়ের নামে মারধর ও গুরুতর আহত করার দায়ে আমাদের শৃংখলা কমিটি ২০ মার্চ তদন্তের মাধ্যমে কটি সিদ্ধান্ত প্রদান করেছে। এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করেছে তারা। তারা শৃংখলা কমিটিকে চার ছাত্রের আসন বাতিলে সিদ্ধান্ত থেকে সরার জন্য দাবী করেছে। কেন সেটি আমি জানি না। তবে হল প্রশাসন তো এই নিয়ে প্রশ্ন করতে পারে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। বড়জোড় জানাতে পারে। আমরা জানিয়েছি।’

এই অধ্যাপক ও অন্যতম প্রভোস্ট বলেছেন, ‘আমার হলের রুমে ওরা তালা দিয়েছে, সেটিও প্রশাসনকে বলেছি। তারা কতদূর এগিয়েছেন আমি এখনো জানি না।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেছেন, ‘অধ্যাপক কল্যাণাংশু নাহার বিষয়টি সমাধানে হল প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাত্রদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত প্রদান করতে পারেন।’

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘হলের ভেতরের বিষয় হল প্রশাসনের, আমাদের প্রক্টরিয়াল বডির প্রধান হিসেবে আমার কোনো বক্তব্য এই বিষয়ে নেই।’

ওএস।

 

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তখন তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছে কি না এ সংক্রান্ত তিনটি পরীক্ষা করা হয়েছে তার। ইতোমধ্যে দুটির ফলাফল নেগেটিভ এসেছে। বাকিটার রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে কী হয়েছে ৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টুর। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার দ্রুত সুস্থতায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী পলক

শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে লুৎফুল হাবিব রুবেলকে টেলিফোন করে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুরে প্রতিমন্ত্রী পলকের নির্দেশসহ একটি কারণ দর্শানোর নোটিশ লুৎফুল হাবিব রুবেলকে পাঠানো হয়েছে। এছাড়া শনিবার (২০ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। ওই সভার পর রুবেলকে প্রতিমন্ত্রী পলকের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ সংক্রান্ত লিখিতভাবে চূড়ান্ত নোটিশ রুবেলকে দেওয়া হবে। রুবেল দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী পলক নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি তার আত্মীয় পরিচয় কাজে লাগাবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কোনো মন্ত্রী-এমপির আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নিতে পারবে না- এ কথার গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী পলক এই নির্দেশ দিয়েছেন লুৎফুল হাবিব রুবেলকে।

লুৎফুল হাবিব রুবেল প্রতিমন্ত্রী পলকের শ্যালক ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে মারধরের অভিযোগ ওঠায় লুৎফুল হাবীবকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলাও হয়েছে।

বিষয়টি জানতে লুৎফুল হাবিব রুবেলের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

তীব্র তাপপ্রবাহ: সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা

তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল।

তবে অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি উঠে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই। তবে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আউয়াল মিন্টু
শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী পলক
তীব্র তাপপ্রবাহ: সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা
এক গরুর দাম কোটি টাকা, কারণ ‘বংশমর্যাদা’
ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরেছে ৪০৭ প্রাণ
শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলেন?
সাবমেরিন ক্যাবলে ত্রুটি, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
চাঁদপুরে চলন্ত লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের
গরমে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করার নির্দেশ
ফেসবুকে ভিডিও বার্তায় যা জানালেন বেনজীর আহমেদ
স্বামীর প্রশংসা করার দিন আজ
টাঙ্গাইলে বিয়ে করে হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
চিন্তাও করিনি মাত্র ১৬ ভোটে হারবো: নিপুণ
সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা, চলছে গণনা
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-ডিপজল
২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত
বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, হিট অ্যালার্ট জারি
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে মনে করি না: ওবায়দুল কাদের