সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিচ্ছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।

আজ (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সৈয়দ জামিল আহমেদের জন্ম ঢাকায় ১৯৫৫ সালের ৭ এপ্রিল। মাত্র ষোল বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সৈয়দ জামিল আহমেদ, ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্নাতক হন প্রথম শ্রেণিতে প্রথম হয়ে। একই বছরে তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিং-এও প্রথম হন। অতুল মেধার স্বাক্ষর রেখে ১৯৮৯ সালে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রী।

ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা, তিরিশ বছরের বেশি সময় ধরে এ বিভাগেই শিক্ষকতা করেছেন। ইংরেজিতে প্রকাশিত তাঁর আলোচিত বইয়ের মধ্যে রয়েছে, অচিনপাখি ইনফিনিটি; ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ, ইন প্রেইজ অফ নিরঞ্জন; ইসলাম থিয়েটার, এন্ড বাংলাদেশ, রিডিং এগেইন্সট দ্যা ওরিয়েন্টালিস্ট গ্রেইন; পারফর্মেন্স এন্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুদ্ধিস্ট স্ট্রেইন এবং এপ্লাইড থিয়েট্রিক্স; এসেস ইন রিফিউসাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউপিএল ও এন্ডারসেনের মতো মর্যাদাপূর্ণ প্রকাশকরা প্রকাশ করেছে তাঁর বই। ষাটটিরও বেশি একাডেমিক প্রবন্ধ তাঁর প্রকাশিত হয়েছে মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর। এসব প্রকাশিত হয়েছে বাংলা ইংরেজি ছাড়াও ফরাসী, নরওয়েজিয়ান, রাশিয়ান, চিনা ও কোরিয়ান ভাষায়।

সদা নবজ্ঞানসন্ধানে ব্রতী সৈয়দ জামিল আহমেদ নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার নানা দেশে সেমিনারে বক্তৃতা করেছেন, সেমিনার ও কনফারেন্স পরিচালনা করেছেন। তার নির্দেশিত অনেকগুলো প্রযোজনা রয়েছে, যাদের বিস্তৃতি দেশ ছাড়িয়ে বিদেশেও কুড়িয়েছে সুনাম। ভারত পাকিস্তান এবং আমেরিকায় মঞ্চস্থ হয়েছে তাঁর প্রযোজনা, হয়েছে প্রশংসিত।

নির্দেশক হিসেবে সৈয়দ জামিল আহমেদের স্বাতন্ত্র্য আদতে চিহ্নিত করা যায় ঐতিহ্যবাহী বাংলা নাট্যের ভাষা ও এ অঞ্চলের আদিবাসী চরিত্রাবলীর আদান প্রদানের মধ্য দিয়ে, দৃশ্যরূপগত বহুরৈখিক বর্ণনামূলক প্রক্রিয়ায়, উত্তর নাটকীয় কাঠামোতে। তাঁর বিশটিরও বেশি নির্দেশিত নাটক এই কথাকেই সমর্থন করবে। এর মধ্যে রয়েছে, দেশে ও দেশের বাইরে করা সেলিম আল দীনের চাকা, মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু, পালাগান থেকে করা ‘কমলা রানীর সাগর দিঘী’, মনসা মঙ্গল থেকে ‘বেহুলার ভাসান’, সংযাত্রা থেকে সংভংচং, রবীঠাকুর অবলম্বনে শ্যামার উড়াল, কাশ্মিরী কবি আগা শহীদ খানের কাব্য অবলম্বনে ‘রিজওয়ান’, শহিদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং সবশেষ সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে ‘চার দশমিক চার আট, মন্ত্রাস’।

৭০টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও ৮০টিরও বেশি নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন সৈয়দ জামিল আহমেদ। দেশে বিদেশে অসংখ্যা কর্মশালা করিয়েছেন, একাধিক গবেষণার জন্য পেয়েছেন ফেলোশিপ। নিজের বিভাগ ছাড়াও দেশের বড় বড় নাট্যদলগুলোর জন্য প্রযোজনা নির্দেশনা দিয়েছেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা; ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দলটি এরই মধ্যে অনেকগুলো আলোচিত প্রযোজনা মঞ্চে এনেছে।

Header Ad
Header Ad

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে যখন ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ফরচুন বরিশাল, তখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান। রাজশাহীর হয়ে ইনিংসের শুরুতে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি দুর্দান্ত ব্যাটিং করেন। বিজয় ৫১ বলে ৬৫ রান করেন, আর ইয়াসির রাব্বি ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করে দলের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রানে নিয়ে যান।

১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুর ব্যাটিং লাইন-আপ তাসকিন আহমেদের দাপটে ভেঙে পড়ে। তামিম ৭, কাইল মায়ার্স ৬, মুশফিকুর রহিম ১৩, আর নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।

এরপর তাওহিদ হৃদয় ২৩ বলে ৩২ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও ৬১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। শাহীন আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ে ১৭ বলে ২৭ রান করেন। কিন্তু ১১২ রানে তার বিদায়ের পর দলের দায়িত্ব নেন মাহমুদউল্লাহ।

শেষ ৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ এবং ফাহিম আশরাফ শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। দুজনেই অসাধারণ ফিফটি তুলে নেন। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ এবং ফাহিম ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বরিশালের এই জয় ছিল বিশেষভাবে মাহমুদউল্লাহ-ফাহিমের ব্যাটিং নৈপুণ্যের প্রদর্শনী। তাদের গড় তাণ্ডবে শেষ পর্যন্ত ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বোলিংয়ে সফল। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালকে শুরুতে চাপে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ও ফাহিমের ধৈর্য এবং আগ্রাসী ব্যাটিং রাজশাহীর জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

এই জয় বরিশালের শিরোপা ধরে রাখার মিশনকে আরও শক্তিশালী করে তুলল।

Header Ad
Header Ad

ফেনীতে মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ফিরবে জয় বাংলা’

ছবি: সংগৃহীত

ফেনীর বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠেছে “আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা”। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় মুসল্লি ও পথচারীদের মধ্যে হতচকিত প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে পুলিশ একজনকে আটক করেছে।

দুপুর ২টার দিকে মসজিদের সামনে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে এই বার্তা ভেসে ওঠে। সাধারণত এই স্ক্রিনে নামাজের সময়সূচি ও ইসলামী বার্তা প্রদর্শিত হয়। তবে রাজনৈতিক স্লোগান ভেসে ওঠায় মুসল্লি ও পথচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দেন। বিকেল ৩টার পর মসজিদের স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়।

মসজিদের মুসল্লি আবুল হোসেন বলেন, “সাধারণত স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। তবে আজ ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখাটি দেখে আমরা হতবাক হয়েছি। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।”

মাহমুদুল হাসান নামের স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, “পূর্বের মসজিদ কমিটির কিছু সদস্য ষড়যন্ত্রমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঘটনার পর মসজিদের অপারেটর জমির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনের ডিসপ্লেতে “ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে” বার্তা দেখা গিয়েছিল। আরও আগে, ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি প্রদর্শিত হয়।

এই ধরনের ঘটনা মসজিদ এবং জনসাধারণের আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। স্থানীয় জনগণ এবং মুসল্লিদের দাবি, দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান  

ছবি: সংগৃহীত

ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।

ডা শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়েছে।

সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোন একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল
ফেনীতে মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ফিরবে জয় বাংলা’
আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান  
চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন
মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে সাংবাদিক প্রবেশ  
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলা-বাণিজ্য; পুলিশ থেকে ঘুষ নিচ্ছে পুলিশ
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
খালি পেটে লবঙ্গ খেলে কী হয়? জানলে অবাক হবেন আপনিও
এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৫ জন
আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি: পরীমণি
বিজয়-রাব্বির বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ’র দোরগোড়ায় রাজশাহী
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হলো ডিসি তানভীরকে
প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়
রিজভীর বক্তব্য ঘিরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ভারত থেকে আরও ২০ হাজার মেট্রোরেলের টিকিট এসেছে  
টিকিট না পেয়ে মিরপুরে দর্শকদের বিক্ষোভ-ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ
মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও